হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, কোরআন ও সুন্নাহর বিরোধী প্রতিবাদ যেখানে চলবে,
সেখানেই হেফাজতের বজ্রকণ্ঠ গর্জে উঠবে। সত্য কথা বলতে জীবন দিয়ে দেবো, তবুও ঈমান বিক্রি করবো না।
মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামবো। তবু ইসলাম বিরুদ্ধে কোনও কার্যক্রম হতে দেয়া হবে না। আজ বুধবার (৭ এপ্রিল)
ইসলামিক ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এ কথা বলেন।
মামুনুল হক বলেন, কাদিয়ানীদের বাংলার মাটি থেকে অমুসলিম হিসেবে ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে হবে। তারা
মুসলিম নামধারী হিসেবে ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিচ্ছে। যতক্ষণ আমাদের ঈমানের দাবি আদায় না হবে
ততক্ষণ আমরা মাঠ থেকে পিছপা হবো না। মামুনুল হক আরও বলেন, মানুষের হক নষ্ট করে কাদিয়ানীদের দোসর
হিসেবে অনেকে কাজ করছে। খতমে নবুওয়্যাত নিয়ে টানা হেচড়া করার চেষ্টা করছে। এদের দমনে, শাহাদতের রক্ত দেয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামতে প্রস্তুত আছি।