রানের চাকা ধীরগতি রেখে একের পর এক উইকেটে আঘাত হানছেন টাইগার বলাররা। মোসাদ্দেক, নাসুম, মেহেদি ও শরিফুলের ঘূণিতে এরই সাত উইকেট হারিয়ে দিশেহারা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ২৭ ওভারে সাত উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ৭৪ রান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এ ম্যাচেও টসে জিতেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সিরিজ জেতার লক্ষ্য রান তাড়ার উদ্দেশ্যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
টাইগার বোলাররাও অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন। প্রথম ১০ ওভারে দেন মাত্র ২৬ রান। এরমধ্যে শেই হোপকে আউট করার সহজ সুযোগ পেয়েছিলেন সোহান। তবে ক্যাচ এবং স্টাম্পিং মিস করেন তিনি।
এরপর নিজের তৃতীয় ওভারে এসে উইকেট শিকার করেছেন ডানহাতি অফ স্পিনার মোসাদ্দেক। প্রায় এক বছর পর দলে ফিরে শিকার করেছেন উইন্ডিজ ওপেনার কাইল মায়ার্সকে। তিনি করতে পেরেছেন ১৭ রান।
এদিকে, তিনে নেমে নাসুমের শিকার হয়েছেন শামারাহ ব্রুকস। ৫ রান করে নাসুমের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট হয়ে ফিরেছেন ব্রুকস।
উইকেটের খাতাটা যখন খুললেন নাসুম তখন রীতিমতো অপ্রতিরোধ্যই হয়ে উঠলেন। প্রথম উইকেট নেয়ার পর সম্ভাব্য বিপজ্জনক ব্যাটার শাই হোপ এবং ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরানকেও আউট করেন এ বাঁহাতি স্পিনার।
এরপর মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলামের বলে আরো দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে ২৭ ওভারে আখেইল হোসাইন রান আউটের শিকার হন নুরুল হাসানের হাতে।