চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে মিরপুরে আগুন ঝরালেন বাঁহাতি পেসার কাজী অনিক ইসলাম। সিটি ক্লাবের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩০ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন এ তরুণ বাঁহাতি।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নবাগত সিটি ক্লাবের মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কাজী অনিকের তোপে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে গেছে সিটি ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন মিডল অর্ডার আশিক উল আলম।
১০ ওভার বল করে তিনটি মেডেন দেন কাজী অনিক। এদিন তার বোলিং ফিগার দাঁড়ায় ৯.৩ ওভারে ৩ মেইডেনসহ ৩০ রানে ৬ উইকেট।
এদিকে ২৮ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে কাজী অনিকের এটি তৃতীয় ফাইফার। এর আগে সেরা বোলিং ছিল ৪৯ রানে ৬ উইকেট।
আজ মাত্র ৩০ রানে ৬ উইকেট নিয়ে নতুন ব্যক্তিগত রেকর্ড গড়লেন এ বাঁহাতি পেসার। পাশাপাশি একদিনের স্বীকৃত ক্রিকেটে ২৮ ম্যাচে ৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন তিনি।
এর আগে গত ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন অনিক। কিন্তু ২০২০ সালে ডোপিংয়ের কারণে নিষিদ্ধ হয়ে লাইমলাইট থেকে ছিটকে পড়েন।