লিগ ওয়ানের ম্যাচে আজ (২০ মার্চ) সন্ধ্যা ৬টায় মোনাকোর বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অসুস্থজনিত কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পিএসজির তারকা স্ট্রাইকার লিওনেল মেসি।
নিজেদের ওয়েবসাইটে গতকাল এক বিবৃতিতে মেসির না খেলার বিষয়টি জানিয়েছে প্যারিসের ক্লাবটি। এর আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আরেক আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়াও।
মেসি গত ৪৮ ঘণ্টা ধরে মাঠের বাইরে আছেন। দলের সঙ্গে শুক্রবারের অনুশীলনেও ছিলেন না সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ফুটবলার।
মেসি ফ্লুয়ের কারণে জ্বরের মতো অসুস্থতা বোধ করছেন। যার জন্য চিকিৎসকের শরণাপন্নও হয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা।
পিএসজির হয়ে সময়টা একদমই ভালো যাচ্ছে না মেসির। বল পায়ে নেই নিজের চেনা ছন্দে। লিগ ওয়ানে ১৮ ম্যাচ খেলেও করতে পেরেছেন কেবল দুই গোল।
চ্যাম্পিয়নস লিগে ৫ গোল করলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মেসির পিএসজি।
ফরাসি ক্লাবের হয়ে মাঠে না নামলেও আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিবেন মেসি।