1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
সৌম্যর সমালোচকদের কড়া জবাব দিলেন স্ত্রী পূজা
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন

সৌম্যর সমালোচকদের কড়া জবাব দিলেন স্ত্রী পূজা

  • সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪২ ০ পঠিত
সৌম্য

সব খেলোয়াড়ের জীবনেই খারাপ সময় আসে। তেমনি দুঃসময় যাচ্ছে বাংলাদেশের জাতীয় দলের এক সময়ের ওপেনার সৌম্য সরকারের। দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটেও ভাল রান পাচ্ছেন না সৌম্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে সমালোচিত হচ্ছেন তিনি। অবশ্য সৌম্যর স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজা মনে করেন সৌম্যর এখনও যোগ্যতা আছে সামর্থ্য দিয়ে আবারো ভালো কিছু করে দলে ফিরে আসার।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা লিখেছেন, ‘পরিশ্রম এবং সর্বোচ্চটা দিয়েই তুমি এতটুকু এসেছ এবং ভবিষ্যতেও থাকবে আশাকরি। অন্যরা যা কল্পনা করতে পারে না তুমি তার চেয়েও বেশি করার যোগ্যতা রাখো। মানুষ যা বলছে বলুক, তুমি তোমার মতো চেষ্টা করো।’

তিনি আরও লিখেন, ‘ভালো-মন্দ এগুলো জীবনেরই অংশ। তুমি তোমার পরবর্তী গল্পটার জন্য সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো। প্রশ্ন চলুক, আলোচনা এবং সমালোচনা আসতে থাকুক। কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমার চ্যাম্পিয়নের জন্য ভালোবাসা এবং শুভকামনা।’

চলতি লিগে মোহামেডানের জার্সিতে সাত ম্যাচে খেলেছেন সৌম্য। সাত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মোটে ১০০ রান। এক ম্যাচে শুধু হাফসেঞ্চুরিতে ৫৯ রান করেছেন। বাকি ছয় ম্যাচে সৌম্যর রান যথাক্রমে ৭, ৭, ১, ২৩, ৩ ও ০। বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের সঙ্গেও দূরুত্ব বাড়ছে সৌম্যর।

সবশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন ২০২১ সালের ২৬ মার্চে, ওয়েলিংটনে। টি-টোয়েন্টি খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে নিজের শেষ ম্যাচে সৌম্য করেছেন ৮ বলে ৬ রান। সেখান থেকেই মূলত জাতীয় দলের বাইরে সৌম্য সরকার।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports