সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। তার সেঞ্চুরি পূর্ণ হতে দরকার ছিল আর মাত্র ৭ রান। তখনই মেহেদী হাসান মিরাজ তুলে নেন বাভুমার উইকেট।
১৯০ বলে ১২ চারে ৯৩ রান করে ফিরে গেছেন বাভুমা। তাকে সরাসরি বোল্ডআউট করেছেন মিরাজ। এ নিয়ে এই ম্যাচে তিনটি উইকেটে অবদান মিরাজের। সারিল এরউইকে বোল্ড করার পর কিগান পিটারসেনকে দুর্দান্ত থ্রোয়ে রানআউট করেন তিনি।
বাভুমা আউট হওয়ার পর কেশভ মহারাজকে তুলে নিয়েছেন এবাদত হোসেন। মহারাজ করেছেন ১৯ রান। ৮ উইকেটে এখন ২৯৮ রান নিয়ে ব্যাট করছে প্রোটিয়ারা। সিমন হারমার ও লিজাড উইলিয়াম দুজনই শূন্য রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় দিনের শুরুতেই টাইগার পেসার খালেদ আহমেদের জোড়া আঘাতে দিন শুরু করল বাংলাদেশ। পরপর দুই বলে তিনি ফেরালেন কাইল ভেরাইন্নে ও ভিয়ান মুল্ডারকে।
৮৩তম ওভারে বল করতে এসে ওভারের দ্বিতীয় বলেই ভেরাইন্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন খালেদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটার। ৮১ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন।
এর আগে দ্বিতীয় দিনে বোলারদের কাছে নিজের প্রত্যাশা জানিয়েছিলেন টাইগার হেড কোচ। বলেন, “আমি মনে করি, শেষ সেশনে আমরা বেশ আঁটসাঁট বোলিং করেছি।
যদি নতুন বলে একটা কিংবা দুটি উইকেট নিতে পারতাম খুব ভালো হতো। আমাদের যতটা সম্ভব ‘সিম্পল’ রাখার চেষ্টা করতে হবে। সকালে ধারাবাহিক হতে হবে।
পরিসংখ্যান দেখাচ্ছে, কিংসমিডে প্রথম দিনে গড় রান ৫ উইকেটে ২৪০, তো এটা (বেশি) রানের মাঠ নয়। ওদের ৩০০-৩২০ রানের মধ্যে থামাতে পারলে আমরা ভালোভাবেই লড়াইয়ে থাকব।