1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
সৃষ্টিকর্তার প্রতি কৃষ্ণা রানীর কৃতজ্ঞতা প্রকাশ
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন

সৃষ্টিকর্তার প্রতি কৃষ্ণা রানীর কৃতজ্ঞতা প্রকাশ

  • সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮ ০ পঠিত
সৃষ্টিকর্তা

সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে মঙ্গলবার শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে এখন আনন্দের আত্মহারা বাংলাদেশের ফুটবলাররা।

ম্যাচের দ্বিতীয় গোলটি করেন তারকা ফুটবলার কৃষ্ণা রানী সরকার। তাই তো ম্যাচ শেষে দশরথ স্টেডিয়ামের মাটিতে মাথা ছুঁইয়ে দিলেন তিনি।

মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সৃষ্টিকর্তার প্রতি। বাংলাদেশ নারী জাতীয় দলের পরিসংখ্যানে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর তিনিই। তাই হয়েছেন ম্যাচ সেরা।

কাঠমান্ডু থেকে এক ভিডিও বার্তায় ম্যাচ সেরা কৃষ্ণা বলেন, ‘ভারত অনেক বড় দল। আমরা জেতায় অনেক গর্বিত। ভারতকে হারিয়েছি, তাই উপরওয়ালার কাছে মাথা নত করে কৃতজ্ঞতা জানালাম।’

দূর্দান্ত গতি, নিখুঁত পাসিং আর গোলক্ষুধা-কি ছিল না সাবিনা খাতুনদের মধ্যে। ভারতের বিপক্ষে অসাধারণ এক ম্যাচ খেলে ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা। আগের দুই ম্যাচে গোল পাননি কৃষ্ণা। এই ম্যাচে ফিরলেন এক গোল করে।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports