সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে মঙ্গলবার শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে এখন আনন্দের আত্মহারা বাংলাদেশের ফুটবলাররা।
ম্যাচের দ্বিতীয় গোলটি করেন তারকা ফুটবলার কৃষ্ণা রানী সরকার। তাই তো ম্যাচ শেষে দশরথ স্টেডিয়ামের মাটিতে মাথা ছুঁইয়ে দিলেন তিনি।
মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সৃষ্টিকর্তার প্রতি। বাংলাদেশ নারী জাতীয় দলের পরিসংখ্যানে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর তিনিই। তাই হয়েছেন ম্যাচ সেরা।
কাঠমান্ডু থেকে এক ভিডিও বার্তায় ম্যাচ সেরা কৃষ্ণা বলেন, ‘ভারত অনেক বড় দল। আমরা জেতায় অনেক গর্বিত। ভারতকে হারিয়েছি, তাই উপরওয়ালার কাছে মাথা নত করে কৃতজ্ঞতা জানালাম।’
দূর্দান্ত গতি, নিখুঁত পাসিং আর গোলক্ষুধা-কি ছিল না সাবিনা খাতুনদের মধ্যে। ভারতের বিপক্ষে অসাধারণ এক ম্যাচ খেলে ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা। আগের দুই ম্যাচে গোল পাননি কৃষ্ণা। এই ম্যাচে ফিরলেন এক গোল করে।