আফগান লেগ স্পিনার রশিদ খান মনে করছেন, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দুই দলের মধ্যকার ম্যাচে বড় পার্থক্য গড়ে দেবেন।
এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে আফগানিস্তান। ফর্মের তুঙ্গে থাকা আফগানদের বিপক্ষে মঙ্গলবার (৩০ আগস্ট) ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।
টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় মেয়াদে দায়িত্বে ফেরার পর অধিনায়ক হিসেবে সাকিবের প্রথম ম্যাচ। টাইগারদের এই অলরাউন্ডার যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আস্থার নাম।
তেমনি প্রতিপক্ষের জন্যও বড় হুমকি। আফগান লেগ স্পিনার রশিদ খান মনে করছেন, বাংলাদেশের এই অলরাউন্ডার দুই দলের মধ্যকার ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারেন।
মঙ্গলবার শারজায় বাংলাদেশ সময় রাত আটটায় বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে৷ মাঠের লড়াইয়ের আগে সাকিব সম্পর্কে রশিদ বলছিলেন, “আগামীকাল ভিন্ন ধরণের কন্ডিশন থাকবে। হ্যাঁ, সাকিব এখন অধিনায়ক। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব।
সাকিবের মতো বড় একজন তারকা অবশ্যই বড় ধরনের পার্থক্য তৈরি করবে। একই সাথে আমরা ভাবছি না, কী ঘটতে পারে। খেলোয়াড় হিসেবে আমরা শুধুই প্রক্রিয়া অনুসরণ করতে পারি। আমরা আমাদের দায়িত্ব জানি। আমরা তাদেরকে হারাব বা তারা আমাদেরকে হারাবে এমন কিছুই ভাবছি না।”
শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেলেও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক রশিদরা। আগের ম্যাচের ফলাফল নিয়ে চিন্তা না করে টাইগারদের বিপক্ষে নতুন ম্যাচ ঘিরে নতুন করে পরিকল্পনা করছে আফগানরা। রশিদ জানান, “আমি মনে করি, সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শ্রীলঙ্কার সাথে আমরা ভালো ক্রিকেট খেলেছি।
সেটা গত পরশু ছিল, আগামীকাল নতুন খেলা। আপনারা জানেন, প্রত্যেক খেলার জন্য আমরা আলাদাভাবে প্রস্তুত হই। আমরা অতীত বা ভবিষ্যত নিয়ে ভাবছি না। আমরা একসাথে কেবল একটি ম্যাচ নিয়েই চিন্তা করি।