সাগরিকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজের ভাণ্ডার থেকে নতুন এক অস্ত্র বের করেছেন সাকিব আল হাসান। সাধারণত বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার হলেও সোমবার লঙ্কানদের বিপক্ষে বাঁহাতি লেগস্পিন বা চায়নাম্যান ডেলিভারিও করেছেন তিনি। যা নজর কেড়েছে সবার।
শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল, লেজের সারির বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দোকে বেশ কয়েকটি লেগস্পিন ডেলিভারি করেছেন সাকিব। প্রতিবারই ননস্ট্রাইক প্রান্তে ছিলেন ম্যারাথন ব্যাটিংয়ে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সাকিবের এই নতুন ডেলিভারিতে অভিভূত এ লঙ্কান তারকা।
অবশ্য শুধু লেগস্পিন করে যে নিজের কার্যকরিতা দেখিয়েছেন সাকিব, তা কিন্তু নয়। পুরো ইনিংসে গতির তারতম্যের পাশাপাশি বলের সিমের বুদ্ধিদীপ্ত ব্যবহার করেছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। একই জায়গা থেকে কখনও তার বল উঠেছে কোমর পর্যন্ত, আবার কখনও নেমেছে হাঁটুর নিচে।
অভিজ্ঞ এ তারকা ক্রিকেটারের এমন বোলিংয়ের পর দিনের খেলা শেষে স্বাভাবিকভাবেই প্রশংসা করেছেন ম্যাথিউজ। ঠিক জায়গায় বোলিং করার বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন, ‘আমরা সবাই জানি সাকিব খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সে যে ডেলিভারিই করুক না কেন, সেগুলো ঠিক জায়গায় ফেলে।’
এ সময় লেগস্পিন ডেলিভারির ব্যাপারে তিনি বলেছেন, ‘প্রথমবারের মতো আজ দুইটি চায়নাম্যান (বাঁ-হাতি লেগস্পিন) ডেলিভারি করেছে সাকিব। ওই বলেও তার নিয়ন্ত্রণ ছিল দুর্দান্ত। সে নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু নতুন জিনিস নিয়ে আসছে। সবমিলিয়ে দারুণ বোলিং করেছে সে।’
অবশ্য ম্যাথিউজ অবাক হলেও, সাকিবের স্বদেশি নাঈম হাসান জানতেন এমন ডেলিভারি করবেন সাকিব। দিনের খেলা শেষে সাকিবের বাঁ-হাতি লেগস্পিন ডেলিভারি সম্পর্কে জিজ্ঞেস করা হলে নাঈম বলেছেন, ‘আমি অবাক হইনি। সাকিব ভাই চেষ্টা করছিলেন। তিনি আগে থেকেই (এটি করার কথা) বলছিলেন।’