1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
সাকিবের সুরে সুর মেলালেন মোসাদ্দেকও
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:০১ অপরাহ্ন

সাকিবের সুরে সুর মেলালেন মোসাদ্দেকও

  • সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৩ ০ পঠিত
মোসাদ্দেক

টি-টোয়েন্টি দলকে আমূলে বদলে ফেলার উদ্যম নিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। কিন্তু ফলাফল তথৈবচ! আফগানিস্তানের সাথে শেষপর্যন্ত পেরে উঠল না বাংলাদেশ। ৯ বল আগেই বরণ করা পরাজয়ে স্পষ্ট হল- এই যুগে টি-টোয়েন্টিতে ১২৭ রানের পুঁজি নিয়ে জেতা সম্ভব নয়। হারের পেছনে ১০-১৫ রানের কমতি দেখছেন সাকিব, তার সাথে একমত মোসাদ্দেকও।

বোলারদের প্রচেষ্টা কিংবা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া তাই কেবলই আশা বাড়িয়েছে বাংলাদেশের সমর্থকদের। আফগানিস্তানের কাছে ৭ উইকেটের পরাজয়ে এশিয়া কাপ শুরুর পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সাকিব আল হাসান অসহায় কণ্ঠে জানিয়েছেন, বাংলাদেশ ১০-১৫ রান কম করেছে। সংবাদ সম্মেলনে অধিনায়কের সুরে সুর মেলালেন মোসাদ্দেক হোসেন সৈকতও।

তিনি বলেন, ‘আমরা ১৪০ রান করলে দৃশ্য ভিন্ন হতো। টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে ২-৩ উইকেট হারিয়ে ফেললে ঘুরে দাঁড়ানো কঠিন।’

দিনশেষে ১০-১৫ রানের কমতিই হয়ে থাকল ম্যাচে দারুণ পারফর্ম করা মোসাদ্দেকের আক্ষেপ, ‘সাকিব ভাই বলেছিলেন আমরা ১৩০-১৩৫ রান করলে তা লড়াকু পুঁজি হবে। আমরা সে অনুযায়ী রান করতে চেয়েছি। ঐ ১০-১৫ রানের কমতি

অধিনায়ক হিসেবে এই ম্যাচ দিয়ে আবারও শুরু হল টি-টোয়েন্টিতে ‘অধিনায়ক সাকিবের’ যুগ। যদিও এবারও হারই বরণ করতে হল। মোসাদ্দেক দাবি করলেন, দলের সবাই সাকিবের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করেছেন।

তিনি বলেন, ‘সাকিব ভাই সবাইকে যে ম্যাসেজ দিয়েছে সবাই সেটা পালন করার চেষ্টা করেছে। আপনারাও মাঠে দেখেছেন সবাই শতভাগ চেষ্টা করেছে। এখন পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে, ফাইটব্যাক করতে হবে। আমাদের আগামী ম্যাচ ডু অর ডাই।’

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports