1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
শেষ ওভারে ২৬ রান নিয়ে দলকে রোমাঞ্চকর জয় উপহার দিলেন ১৩২ রানে অপরাজিত থাকা সোহান
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৪০ অপরাহ্ন

শেষ ওভারে ২৬ রান নিয়ে দলকে রোমাঞ্চকর জয় উপহার দিলেন ১৩২ রানে অপরাজিত থাকা সোহান

  • সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৪০ ০ পঠিত

দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ বলে ২৩ রান। মকিদুল ইসলাম মুগ্ধর করা ৪৯ তম ওভারে ৩ ছক্কা ও ৪ চারে ২৬ রান নিলে একওভার আগেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে দারুণ জয় এনে দিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান হোসেন।

১১৮ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া এই ডানহাতি ব্যাটার।

আর শেখ জামালের এই রোমাঞ্চকর জয়ে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের শিরোপা জয়ের আরো কাছে চলে গেলো ইমরুল কায়েসদের শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ডিপিএলের সুপার লিগের ম্যাচে এদিন আগে ব্যাট করব রূপগঞ্জ টাইগার্স করে ২৪৭ রান। এই রানের জবাবে ৮১ রানে নেই ৫ উইকেট। টেবিল টপার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হার বলতে গেলে নিশ্চিত হয়ে গিয়েছিল।

সেখানে দাঁড়িয়ে অসাধ্য সাধন করলেন নুরুল হাসান সোহান। ঠিক তখনই ষষ্ঠ উইকেটে মেহেদি হাসান মিরাজকে নিয়ে ১৩৪ রানের ম্যাচ জেতানো এক জুটি গড়েন সোহান। মিরাজ করেন ৪৩ রান।

আর সোহান ৫ ছক্কা ও ১০ বাউন্ডারিতে ১১৮ বলে ১৩২ রানের ঝড়ো এক ইনিংস খেলে শেখ জামালকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয়। ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের ম্যাচে আজ (বৃহস্পতিবার) রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে শেখ জামাল।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports