গতিতে নজর কেড়েছেন আগেই। ২২ বছর বয়সী উমরান মালিকের মধ্যে ভবিষ্যতের তারকা হওয়ার সব উপাদান দেখছেন ডেল স্টেইনের মতো কিংবদন্তি পেসার।
গত বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গুটিকয়েক ম্যাচ খেলার সুযোগ হয়। এবার তাকে দলে দেখা যাচ্ছে প্রায় নিয়মিতই। জম্মু ও কাশ্মীরের এই পেসার আস্থার প্রতিদানও দিচ্ছেন।
আজ (রোববার) পাঞ্জাব কিংসের বিপক্ষে বল হাতে রীতিমত আগুন ঝরালেন উমরান। টি-টোয়েন্টির মতো কঠিন ফরম্যাটে শেষ ওভারে দিলেন মেইডেন, তুলে নিলেন ৩ উইকেট!
উমরানের শেষ ওভারে উইকেট পড়েছে আসলে চারটি। এর মধ্যে দুই ব্যাটারকে বোল্ড করেছেন ডানহাতি এই পেসার, একটি ক্যাচ নিয়েছেন নিজেই। আর শেষ বলে রানআউট হয়েছেন এক ব্যাটার।
সবমিলিয়ে ইনিংসে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন উমরান মালিক। পাঞ্জাব কিংস গুটিয়ে গেছে ১৫১ রানেই।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাবের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। এক লিয়াম লিভিংস্টোন ছাড়া বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি কেউ। লিভিংস্টোন ৩৩ বলে ৫ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৬০ রানের ঝড়ো ইনিংস।
বাকিরা ছিলেন ধীরগতির। শিখর ধাওয়ান ১১ বলে ৮, জনি বেয়ারস্টো ১০ বলে ১২, শাহরুখ খান ২৮ বলে ২৬ আর ওডিয়ান স্মিথ ১৫ বলে ১৩ রান করে আউট হন।