1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
শেষের গোলে হেরে বিদায় রোনালদোর পর্তুগালের
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন

শেষের গোলে হেরে বিদায় রোনালদোর পর্তুগালের

  • সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩ ০ পঠিত
রোনালদোর

সময়টা কোনোভাবেই পক্ষে যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ক্লাব ফুটবলে টানা ব্যর্থতার পর জাতীয় দলের জার্সিতেও খারাপ সময় পার করছেন এই তারকা ফুটবলার।

নয়তো ড্র করলেই চলতো এমন ম্যাচেই হারতে হলো রোনালদোর পর্তুগালকে। যে হারে উয়েফা নেশন্স লিগের এবারের আসর থেকে ছিটকে গেল তার দল। অপরদিকে মাস্ট উইন ম্যাচে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে ছিটকে দিয়ে ফাইনালে জায়গা করে নিল স্পেন।

নিজেদের ঘরের মাঠ ব্রাগাতেই স্পেনের বিপক্ষে লড়াইয়ে নামে রোনালদোর পর্তুগাল। পুরো ম্যাচেই গোলের অসংখ্য সুযোগ সৃষ্টি করে দলটি। ম্যাচে বল দখল কম থাকলেও আধিপত্য বজায় রেখেই খেলে ব্রুনো ফার্নান্দেজ-দিয়েগো জটারা। শুধু প্রয়োজনীয় গোলটাই আদায় করে নিতে পারেনি।

উল্টোদিকে ম্যাচের বেশিরভাগ সময়ে পিছিয়ে থাকা স্পেন শেষের দিকে আক্রমণের পর আক্রমণ করে ঠিকই গোল আদায় করে নেয়। খেলার ৮৮তম মিনিটে আলভারো মোরাতার গোলে কাঙ্খিত ৩ পয়েন্ট তুলে নেয় স্পেন।

আর তাতেই ‘বি’ গ্রুপ থেকে ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আগামী বছরের শিরোপার লড়াইয়ে জায়গা করে নিল স্পেন। ১ পয়েন্টের আক্ষেপ নিয়ে থামলো পর্তুগাল। শিরোপার লড়াইয়ে স্পেনের সঙ্গী ক্রোয়েশিয়া, ইতালি ও নেদারল্যান্ডস।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports