ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত দুর্দান্ত সময় কাটছে মোস্তাফিজুর রহমানের। ব্যক্তিগত পারফর্ম উজ্জ্বল হলেও ঠেকাতে পারেননি না দলের হার। তিন ম্যাচ খেলে দিল্লি ক্যাপিটালস হেরেছে দুটি ম্যাচ।
দলগত পারফর্ম খারাপ হলেও দুই ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করেছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার লখণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমে প্রথম দুই ওভারে দেন মাত্র ৮ রান।
দলের বিপাকে ১৭তম ওভারে তৃতীয় ওভার করতে এসেও দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। এই ওভারে দেন ৪ রান দিলেও হজম করতে হয়নি কোনো বাউন্ডারি। তবে নিজের শেষ ওভার করতে এসে ধরে রাখতে পারেননি ধারাবাহিকতা।
প্রথম দুই বলে দুই রান দেয়ার পর তৃতীয় বলে হজম করেন ছক্কা। পরের তিন বলে আরও ছয় রান। এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি।
১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে লখণৌর দরকার ছিল ৫ রান। শার্দুল ঠাকুরের করা ওভারের প্রথম বলে ক্যাচ দেন ১১ রান করা দীপক হুদা। তৃতীয় বলে চার মারেন আয়ুষ বাদোনি। চতুর্থ বলে ছক্কা মেরে নিয়ে ম্যাচ জেতান আয়ুষ।