চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া পিএসজির এবারের একমাত্র সম্বল লিগ ওয়ানের শিরোপা। সেই শিরোপা জয়ের একেবারে কাছেও চলে এসেছে ফ্রেঞ্চ প্যারিসিয়ানরা। লিগ ওয়ানের ম্যাচে আজ অ্যাঙ্গার্সের বিপক্ষে জিতলেই শিরোপা জেতা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সরাসরি দেখা যাবে বেইন স্পোর্টসে। এদিকে পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট। তারা ম্যাচ খেলেছে সর্বমোট ৩২টি।
আজকের ম্যাচে জিততে পারলে তাদের পয়েন্ট হবে ৩৩ ম্যাচে ৭৭। অন্যদিকে বর্তমানে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে পিএসজি দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে।
পিএসজি আজকের পর বাকি থাকা ৫টি ম্যাচে যদি হারে এবং মার্শেই যদি সব ম্যাচে জিতে তাহলে তারা পিএসজির সমান পয়েন্ট পেলেও শিরোপা জেতা হবে না। গোল ব্যবধান, মুখোমুখি লড়াই সব দিকেই এগিয়ে থাকবে পিএসজি।