বল হাতে দু’জনেই তেমন দাগ কাটতে পারেননি। তবে শেষবেলায় দুর্দান্ত ফিল্ডিং করলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্যাট কামিন্স এবং শিবম মাভি।
দু’জনের যুগলবন্দিতে আউট হয়ে ড্রেসিংরুমের রাস্তা ধরতে হয় রিয়ান পরাগকে।
আজ সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৮তম ওভারে বল করতে আসেন সুনীল নারিন।
প্রথম বলেই নারিনের মাথার উপর মারেন রিয়ান। তবে ব্যাটে ও বলে ঠিকমতো সংযোগ হয়নি। লং-অফ থেকে নিজের ডানদিকে দৌড়ে আসতে থাকেন কামিন্স।
মাথার উপর দিয়ে ক্যাচ ধরেন কামিন্স। কিন্তু ভারসাম্য সামলাতে পারেননি। বাউন্ডারি পেরিয়ে যাবেন বলে মাভির দিকে বল ছুড়ে দেন কামিন্স। শূন্যে লাফিয়ে এক হাতে ক্যাচ ধরেন মাভি।
Superman catch by #Cummins & #Mavi. #KKRvsRR pic.twitter.com/I9D0rQiVfq
— JEETU (@Jitendra0917) April 18, 2022