স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ক্লাব ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় হলেন ব্রাজিলিয়ান লেফটব্যাক মার্সেলো ভিয়েরা।
এই অভিজ্ঞ ফুলব্যাক লস ব্ল্যাংকসদের সঙ্গে ২৪তম ট্রফি হাতে নিলেন এবারের লা লিগা জিতে, ক্লাবের ইতিহাসে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি শিরোপার মালিক তিনি।
শনিবার এস্পানিয়লকে তাদেরই ঘরের মাঠে ৪-০ গোলে উড়িয়ে চার ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। তাতেই ব্যক্তিগত অর্জনে নাম লিখলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
রিয়াল তাদের ৩৫তম লা লিগা জিতলো, এর মধ্যে ছয়টিতেই ভাগ বসিয়েছেন মার্সেলো। ২০০৭, ২০০৮, ২০১২, ২০১৭ ও ২০২০ সালের পর এবার হাত রাখলেন আরেকটি ট্রফিতে।
মার্সেলো এর আগে চারটি ক্লাব বিশ্বকাপ, চারটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা দেল রে, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ ও তিনটি উয়েফা সুপার কাপ জিতেছেন।