এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। আসরে ফাইনাল খেলতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই রোহিত শর্মাদের।
সম্পূর্ণ নিউজ সময়
খেলা
২০ টা ২৫ মিনিট, ৬ সেপ্টেম্বর ২০২২
এশিয়া কাপ
রাহুলের পর সাজঘরে কোহলি, চাপে ভারত
এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। আসরে ফাইনাল খেলতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই রোহিত শর্মাদের।
রানের খাতা খোলার আগেই সাজঘরে কোহলি। ছবি: সংগৃহীত
রানের খাতা খোলার আগেই সাজঘরে কোহলি। ছবি: সংগৃহীত
খেলার সময়
২ মিনিটে পড়ুন
দুবাইয়ে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) টিকে থাকার লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নামে ভারত। দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা ব্যাট হাতে প্রথম ওভারটা ভালোভাবে মোকাবিলা করলেও বিপত্তি ঘটে দ্বিতীয় ওভারে এসে। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মহেশ থিকসানার করা বল মাটিতে পড়ার আগেই রাহুলের ব্যাটের পাশ কেটে স্পর্শ করে পায়ে।
লঙ্কানদের লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিলেও পরিবর্তন হয়নি সিদ্ধান্তের। ৭ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন রাহুল। পরের ওভারে দিলশান মাধুশাঙ্কা এসে উপড়ে ফেলেন বিরাট কোহলির স্টাম্প। টানা দুই ফিফটির পর কোহলি এদিন প্যাভিলিয়নে ফেরেন রানের খাতা খোলার আগেই।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৫ রান। রোহিত ১৪ বল মোকাবিলায় ২৩ রানে আর ৫ বলে ৪ রান করে অপরাজিত আছেন সূর্যকুমার যাদভ।
এশিয়া কাপে গ্রুপ পর্বের ঠিক উল্টো দৃশ্য দেখা যাচ্ছে সুপার ফোরের লড়াইয়ে। যে শ্রীলঙ্কা গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হারে কাঁপছিল বাদ পড়ার আশঙ্কায়। তারাই এখন সবার আগে ফাইনাল নিশ্চিতের দৌড়ে। বাংলাদেশকে হারিয়ে গ্রুপ পর্ব পার হওয়া দাসুন শানাকার দল সুপার ফোরের প্রথম ম্যাচে ফের মুখোমুখি হয়েছিল আফগানদের। তবে এ দেখায় আফগানরা আর পাত্তা পায়নি লঙ্কান সিংহদের সামনে। দলগত পারফরম্যান্সে দারুণ জয় তুলে নিয়েছিল কুশল মেন্ডিস-শানাকারা।
অন্যদিকে ভারত গ্রুপ পর্বের দুই ম্যাচেই পেয়েছিল জয়ের দেখা। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে এনেছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং তো পাত্তাই পায়নি বিরাট কোহলি-সূর্যকুমার যাদবদের তাণ্ডবে।
তবে সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে বসে তারা। তাই বলা চলে, আজকের ম্যাচটি তাদের জন্য নকআউট ম্যাচের মতোই। গাণিতিক মারপ্যাঁচে যদিও কিছুটা সম্ভাবনা থাকবে, তবে বর্তমান চ্যাম্পিয়নরা নিশ্চয়ই চাইবে এই ম্যাচে জয় তুলে নিতে।