কাতার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ করছে দক্ষিণ আমেরিকার দুই হট-ফেভারিট দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। দুই দলই বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের মধ্যকার স্থগিত হয়ে যাওয়া ম্যাচটির বদলে প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে মাঠে নামবে ব্রাজিল। সেলেসাওদের প্রতিপক্ষ দুর্বল তিউনিসিয়া। বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্যারিসের পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে খেলাটি সরাসরি দেখা যাবে না। তবে অনলাইন স্ট্রিমিংয়ের সাইটগুলোতে দেখা যাবে ম্যাচটি।
তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বিশ্বকাপের আগে সর্বশেষ আন্তর্জাতিক কোনো ম্যাচ। এরপর সরাসরি বিশ্বকাপের মঞ্চে সার্বিয়ার বিপক্ষে ২৫ নভেম্বর মাঠে নামবে নেইমাররা।
এদিকে রাতে ব্রাজিলের ম্যাচের রেশ না কাটতেই ভোরে মাঠে নামবে আর্জেন্টিনাও। নিজেদের প্রীতি ম্যাচ খেলতে মেসিরা নামবে দুর্বল জ্যামাইকার বিপক্ষে। ব্রাজিল ম্যাচের মতো আর্জেন্টাইনদের ম্যাচও সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল।
আর্জেন্টিনা-জ্যামাইকার মধ্যকার ম্যাচটি নিউজার্সির রেড বুল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর ভোর ৬টায়। এদিকে ব্রাজিল বিশ্বকাপের আগে আজই শেষ ম্যাচ খেললেও আর্জেন্টিনা মাঝে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে।
নভেম্বরের ১৬ তারিখে সেই ম্যাচটিতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এদিকে জ্যামাইকার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামার আগে টানা ৩৪ ম্যাচ অপরাজিত আছে লিওনেল স্কালোনির দল। আজ জিতলেই সংখ্যাটা ৩৫-এ গিয়ে ঠেকবে। সে ক্ষেত্রে টানা অপরাজিত থাকার রেকর্ডে আরও চারটি ম্যাচে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আলবেসেলেস্তেদের।