1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
রাতে মাঠে নামছে পূর্ণশক্তি নিয়ে মেসি-নেইমাররা
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন

রাতে মাঠে নামছে পূর্ণশক্তি নিয়ে মেসি-নেইমাররা

  • সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫২ ০ পঠিত
পিএসজির ঘরের মাঠ

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ৩০তম লিগ ম্যাচ। পিএসজির ঘরের মাঠ পার্ক দি প্রিন্সেসে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ লরিয়েন্ট।

বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২টা ৪৫মিনিটে শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়নস লিগ ও ফরাসি কাপ থেকে বিদায় নিলেও লিগ ওয়ানে বেশ ভালো অবস্থায় রয়েছে পিএসজি। এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ২০টিতেই জিতেছে তারা, ড্র করেছে ৫টি ম্যাচে।

হেরেছে বাকি ৪টি ম্যাচ। অন্যদিকে, লরিয়েন্ট তাদের ২৯ ম্যাচের ছয়টিতে জিতেছে, ১৩টিতে হেরেছে, বাকি ১০টি ম্যাচ ড্র করেছে।

বর্তমানে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজি আছে সবার উপরে। ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট তাদের। বিপরীতে লরিয়েন্ট ২৯ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ২৮ পয়েন্ট। তাদের অবস্থান ১৬ নম্বরে।

এই ম্যাচে পিএসজির একাদশে দেখা যেতে পারে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে। তবে এই ম্যাচেও পিএসজির একাদশে থাকছেন না সার্জিও রামোস।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports