ওপেনিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে টানা তৃতীয়বারের মতো ব্যর্থ হলেন সাব্বির রহমান। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচেও দ্রুতই আউট হয়ে ফিরলেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাব্বিরের উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪৩ রান।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় সাব্বিরকে। তবে সেই ম্যাচে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটসম্যান। চলতি সিরিজের প্রথম ম্যাচে ফেরেন রানের খাতা না খুলেই।
দ্বিতীয় ম্যাচে অবশ্য ১টি করে চার-ছয় হাঁকিয়েছেন। তবে শেষ পর্যন্ত ৯ বলে ১২ রান করে বাঁহাতি স্পিনার আরিয়ান লাকরার বলে এলবির ফাঁদে পড়ে ফেরেন সাব্বির।
ওপেনিং পার্টনারকে হারালেও দেখেশুনে খেলছেন মিরাজ। ২২ রান করছেন এই ব্যাটসম্যান।