শুরুটাও ভালো ছিল। প্রথম ওভারে দেন মাত্র ২ রান। শেষ ওভারে এসে তো রীতিমত চোখ ধাঁধানো বোলিং করলেন মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স ইনিংসের ২০তম ওভারে নিতে পারলো মাত্র ২ রান।
মোস্তাফিজ এক ওভারেই নিলেন ৩ উইকেট।
মোস্তাফিজ-কুলদীপের দারুণ বোলিংয়ের পর ওয়ার্নার-পাওয়েলের ব্যাটে এদিন কলকাতাকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফের আশা বাচিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস।
এদিকে গতকালের দুর্দান্ত জয়ের পর আজ দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল টুইটার ও ফেসবুক মোস্তাফিজকে দেবদূত হিসেবে আখ্যা দিয়ে একটি পোস্ট করেছে।
পোস্টটিতে তারা লিখেছে, ‘ফিজের ২০তম ওভার ১, ?, ১লেগবাই, ?, ?, ০?
গতকাল রাতে ডিসির ডেথ এঞ্জেল উপলক্ষ্যে উঠেছিলেন ?’
The Fizz's 20th over ?? 1️⃣ ? 1️⃣lb ? ? 0️⃣ ?
DC's Death Angel rose to the occasion last night ?#YehHaiNayiDilli | #IPL2022 | #DCvKKR | #TATAIPL | #IPL | #DelhiCapitals | @Mustafiz90 pic.twitter.com/ldKJDDRw7A
— Delhi Capitals (@DelhiCapitals) April 29, 2022