1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ, মাহমুদউল্লাহর লঙ্কা কাণ্ড
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন

মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ, মাহমুদউল্লাহর লঙ্কা কাণ্ড

  • সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৫ ০ পঠিত
ডিপিএল

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আজ শনিবার (৯ এপ্রিল) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে আউট হয়ে মেজাজ হারান জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসের ৩৭তম ওভারে এনামুল হক জুনিয়ের খাটো লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ধরা পড়েন মাহমুদউল্লাহ। এতে হাফসেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৫২ বলে ২ চার ও ২ ছয়ে ৪৮ রানে আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময় মাঠের বাইরে থাকা মাঠকর্মীর দিকে ব্যাট উঁচিয়ে কিছু একটা বলতে দেখা যায় মাহমুদউল্লাহকে।

এ সময় মেজাজ হারিয়ে দরজায় সজোরে লাথি দিয়ে ড্রেসিংরুমে প্রবেশ করেন মাহমুদউল্লাহ। মিরপুরের অসমান বাউন্সের উইকেট নিয়েই ক্ষোভ প্রকাশ করে মাহমুদউল্লাহ। উইকেট স্লো থাকার কারণে ম্যাচের শুরু থেকেই বল প্রায় নিচু হয়ে আসছিল।

এমনকি মাহমুদউল্লাহ যে বলে আউট হয়েছেন এনামুল হক জুনিয়রের সেই বলটি অস্বাভাবিক নিচু হওয়ায় কাট শট খেলার চেষ্টায় ব্যর্থ হন।

এদিকে ডিপিএলে ভালো অবস্থানে নেই মোহামেডান। এখন পর্যন্ত সাত ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা। আজকে হেরে গেলে সেরা ছয়ে থেকে সুপার লিগে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে তাদের।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports