মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের মতোই সাকিব আল হাসানও মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলেননি। তবে সতীর্থদের মতোই প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন সাকিব। মুশফিক-মিরাজ পাড়ি জমিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। আর বাঁহাতি এই অলরাউন্ডার খেলবেন লেজেন্ডস অব রূপগঞ্জে।
মঙ্গলবার ক্লাবটির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মোহামেডান ছেড়ে দিচ্ছে সাকিবকে। তাই রূপগঞ্জের হয়ে প্রিমিয়ার লিগের সুপার লিগের কয়েকটি ম্যাচ খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। দ্রুতই দেশে ফেরার কথা তার। প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচ খেললে বাঁহাতি এই ক্রিকেটারের শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে দুই টেস্ট খেলার সম্ভাবনাও বাড়ল।
প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রূপগঞ্জ। ৮টি জয় তাদের। প্রথম স্থানে থাকা শেখ জামালের জয় ১০টি। সর্বশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনা দলে একসঙ্গে খেলেছিলেন মাশরাফি-সাকিব।