ইপিএলে শিরোপা রেসে টিকে থাকার ম্যাচে অ্যাস্টন ভিলা বিপক্ষে মাঠে নামছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে অলরেডরা।
তাই প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ ইয়্যুর্গেন ক্লপের সামনে। ভিলা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এদিকে লা লিগায় নিয়ম রক্ষার ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে সেলটা ভিগো। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে।
ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের রেসে এখনো টিকের আছে লিভারপুল। এত দিন সিটির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে থাকলেও টটেনহ্যামের সঙ্গে ড্রয়ে ব্যবধান দাড়িয়েছে ৩ পয়েন্টে।
তবুও হাল ছাড়ার পাত্র নয় লিভারপুল কোচ ইয়্যর্গেন ক্লপ। সামনে বাকি ৩ ম্যাচের একটিতে সিটিজেনরা পা ভড়কালেই যে আবারো জমে উঠবে টেবিলের লড়াই। তাই প্রতিটি ম্যাচই এই দুদলের জন্য এখন ফাইনাল।
চলতি মৌসুমে লিগ কাপের শিরোপা আগেই ঘরে তুলেছে লিভারপুল। উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের ফাইনালে। ইপিএলের শিরোপা জিততে পারলে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে এক মৌসুমে চারটি মেজর শিরোপা জেতার কীর্তি গড়বে অলরেডরা।
সে জন্য রোমাঞ্চ উপভোগ করতে অবশ্য আসছে কয়েক সপ্তাহ সাদিও মানে ও সালাহদের নিংড়ে দিতে হবে। অ্যাাস্টন ভিলার সঙ্গে ম্যাচের আগে অনুশীলনেও তাই বেশ সিরিয়াস ক্লপ শিষ্যরা।
অ্যাস্টন ভিলার মাঠে নিজেদের ফিট একাদশটাই নামাচ্ছেন জার্মান ট্যাক্টেশিয়ান। শক্তিমত্তা আর পরিসংখ্যান, কোনো কিছুর ধারে ভারে লিভারপুলের আশে পাশে নেই ভিলানরা। সালাহ-ফিরমিনোরা তাই আরও একটি জয়ের অপেক্ষায়।
এদিকে লা লিগায় শিরোপা নির্ধারণ হয়ে গেলেও নিয়ম রক্ষার মাচে মাঠে নামছে জায়ান্ট বার্সেলোনা। ৩৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুইয়ে আছে বার্সা।
নিজেদের মাঠে সেল্টা ভিগোকে আতিথ্য দেবে তারা। ম্যাচটি জেতার জন্য মুখিয়ে আছে বার্সা কোচ জাভি। এই ম্যাচে জয় দলকে নিশ্চিত করতে পারে টেবিলের দ্বিতীয় স্পট।
এই দুই দলের লড়াইয়ে অনেক এগিয়ে বার্সেলোনা। লিগে ২৭ দেখায় বার্সেলোনার ১৪ জয়ের বিপরীতে সেল্টার জয় মাত্র ৭টি। যদিও মৌসুমের শুরুতে এই দুই দলের লড়াইয়ে ৩-৩ গোলে ড্র হয়েছিল।