সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ‘অলিখিত ফাইনালে’ ভারতকে হারিয়েও শিরোপা জিতলো না বাংলাদেশের মেয়েরা। গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্স আপ হয়ে থামতে হলো মেয়েদের। গোল ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশের কাছে হেরেও শিরোপার স্বাদ নিলো স্বাগতিক ভারত।
ভারতের জামশেদপুরের টাটা একাডেমি মাঠে শুক্রবার (২৫ মার্চ) ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ এবং ভারত দুই দলেরই সমান ৯ পয়েন্ট অর্জন হয়।
তবে রাউন্ড রবিন লিগের এই টুর্নামেন্টে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। যদি ভারতের বিপক্ষে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততো তাহলে শিরোপা আসতো বাংলাদেশের ঘরেই।
বাংলাদেশে সেই চেষ্টা শুরু থেকেই করে গেছিলো। তবে কিছু দারুণ সুযোগ হারায় বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের ৩০তম মিনিটে ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন উন্নতি খাতুন।
এছাড়াও আরও কিছু সুযোগ বাংলাদেশের পক্ষে আসেনি। তবে ম্যাচে বাংলাদেশ একমাত্র গোল দেখে ৭৩তম মিনিটে আকলিমার সুবাদে। সেই গোলের পর বাকী সময় স্বাগতিকদের চাপে রাখলেও আর কোনো গোল আদায় করতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল।
তিন দলের এ প্রতিযোগিতায় প্রথম লেগে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।