এবার এশিয়া কাপ-ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের মেয়েদের রিকার্ভের এককের ফাইনালের আগেই সোনা নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের।
এই লড়াইয়ের ফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই আর্চার দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। আগামী শনিবার সোনার লড়াইয়ে নামবেন তারা।
এদিকে থাইল্যান্ডের ফুকেটে কোয়ার্টার-ফাইনালে ভারতের হেমব্রম লক্ষ্মীর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৫ সেট পয়েন্টে জয় পান বাংলাদেশের মেয়ে নাসরিন।
আর সেমিফাইনালে তিনি মালয়েশিয়ার ফোজি নুরতে ৬-৫ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেন ফাইনাল।
তাছাড়া আরেক কোয়ার্টার ফাইনালে ভারতের ঋধিকে ৬-৪ ব্যবধানে হারান দিয়া। সেমিতে ভারতের আরেক প্রতিযোগী পুনিয়া তিশাকে ৭-৩ সেট পয়েন্টে হারান তিনি।
এদিকে বাংলাদেশের মেয়েরা ফাইনাল নিশ্চিত করলেও পুরুষ রিকার্ভ ইভেন্টে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছেন রোমান সানা। অন্যদিকে শেষ চার থেকে পড়েন আরেক বাংলাদেশি আর্চার হাকিম আহমেদ রুবেল।