বাংলাদেশের চোটগ্রস্ত ক্রিকেটারের সংখ্যা যেন বাড়ছেই। লিটন দাসের পর চোটে পড়লেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও মোজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ফিজ অ্যাঙ্কেলের চোটে পড়েছেন।
চোটের কারণে ফিজ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না।
লিটন দাস চোটে পড়েন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ইনফর্ম এ ব্যাটার। এমনকি তার এশিয়া কাপে খেলা নিয়েও শঙ্কা আছে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন লিটন। ব্যক্তিগত ফিফটির পর সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। তখনই ঘটে বিপত্তি। সিকান্দার রাজার করা ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেয়ার জন্য ছুটছিলেন, ক্রিজে পৌঁছানোর আগেই ব্যথা অনুভব করলে মাঠে শুয়ে পড়েন লিটন। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় টাইগার ওপেনারকে।
চোট সমস্যা আছে নুরুল হাসান সোহান শরিফুল ইসলামকে নিয়েও। সোহান চোটে পড়েছিলেন টি-টোয়েন্টি সিরিজ চলাকালে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান তিনি। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে তার মাঠে ফিরতে সময় লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। যে কারণে তিনি নেই ওয়ানডে সিরিজেও।