1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
ব্যাট হাতে সাকিবের তাণ্ডব, অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন সাব্বির
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন

ব্যাট হাতে সাকিবের তাণ্ডব, অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন সাব্বির

  • সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪০ ০ পঠিত
তাণ্ডব

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের চতুর্থ রাউন্ডে ব্যাটিং তাণ্ডব দেখালেন সাকিব আল হাসান।

অল্পের জন্য লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির মালিক হননি সাকিব। এছাড়াও ব্যাট হাত আলো ছড়িয়েছেন সাব্বির রহমানও।

মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজি গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করেছে রূপগঞ্জ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ বলে অর্ধশতক হাঁকান সাকিব আল হাসান। ২৬ বলে ৫৯ রানের জড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেন তিনি। এছাড়া জাতীয় দলের বাইরে থাকে সাব্বির রহমানও দেখিয়েছেন ব্যাটিং-নৈপুণ্য। ১০ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন তিনি, খেলেছেন ৮৩ বলে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস। সাব্বিরের এই ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।

এছাড়াও রকিবুল হাসানের ৪৭ আর নাঈম ইসলামের ৪২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৩ রানের সংগ্রহ পেয়েছে রূপগঞ্জ।

গাজী গ্রুপের পক্ষে খালেদ আহমেদ, আতিক ও মাহবুব দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মাহমুদুলের শিকার একটি উইকেট।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports