৩৪ বছর বয়সে এসে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজিমা। নিয়মিত গোল করে রিয়ালকে এনে দিচ্ছেন জয়।
তার কাঁধে ভর করেই লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে এগিয়ে যাচ্ছে রিয়াল। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ঝলমলে পারফরম্যান্স করে মন কাড়ছেন ফুটবলপ্রেমীদের।
বেনজিমার পারফরম্যান্সে দারুণ খুশি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো লিমা। স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক এই ফুটবলার বেনজিমার হাতে এবারের ব্যালন ডি’অর ট্রফি দেখছেন।
তিনি বলেন, ‘বেনজিমার ব্যালন ডি’অর প্রাপ্য, আমি অনেক বছর ধরেই এটা বলে আসছি এবং বারবার সমালোচিত হচ্ছি। কিন্তু সে এটা পাওয়ার দাবি রাখে। সে দুর্দান্ত এক ফরোয়ার্ড। ‘
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৮ ম্যাচ খেলে বেনজিমা করেছেন ৩৮ গোল। লা লিগায় ২৭ ম্যাচে সর্বোচ্চ ২৪ গোল করেছেন বেনজিমা। রিয়ালও আছে লিগ টেবিলের শীর্ষে।
আর চ্যাম্পিয়নস লিগে ৯ ম্যাচে করেছেন ১২ গোল। চলতি আসরে ১৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা বায়ার্ন মিউনিখের লেভানদোস্কি। তবে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে বায়ার্ন।
দুই লেগ মিলিয়ে ভিয়ারিয়ালের কাছে ২-১ গোলে হেরেছে ছয়বারের চ্যাম্পিয়নরা। তাই সেমিফাইনালের দুই লেগে দুই গোল করতে পারলেই চলতি চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন বেনজিমা।