ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসি। বেঙ্গালুরুর অফিসিয়াল ফেসবুজ পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
প্রায় এক দশক বেঙ্গালুরুর অধিনায়কত্ব সামলেছেন কোহলি। কিন্তু দলকে শিরোপা এনে দিতে পারেননি তিনি। কয়েক মাস আগে নিজেই বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। এবার তার স্থলাভিষিক্ত হিসেবে সাবেক প্রোটিয়া অধিনায়ককে বেছে নিয়েছে বেঙ্গালুরু।
ডু প্লেসি ও কোহলির আগে দলটির অধিনায়ক হিসেবে দেখা গেছে রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, অনীল কুম্বলে, ড্যানিয়েল ভেট্টরি ও শেন ওয়াটসনকে। দলটির সপ্তম অধিনায়ক হয়েছেন ডু প্লেসি। লম্বা সময় ধরে আইপিএল খেললেও এবারই প্রথম অধিনায়কত্ব করতে চলেছেন তিনি।
এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। বিশ্ব একাদশকে নেতৃত্ব নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে পার্ল রকস, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, সেইন্ট লুসিয়া কিংস এবং বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে দেখা গেছে তাকে।
অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ৭৯ ম্যাচে ৪৩ জয় এনে দিইয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে হার দেখেছেন ৩৪ ম্যাচে। অধিনায়ক হিসেবে তার জয়ের হার ৫৫.৭৬। যেখানে অনেক প্রতিথযসা অধিনায়করাও পিছিয়ে আছেন।
২০১১ সালে আইপিএলের নিলাম থেকে ডু প্লেসিকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও তার অভিষেক হয়েছিল পরের মৌসুমে। এরপর টানা ২০১৫ সাল পর্যন্ত হলুদ জার্সি গায়ে খেলেছেন। ২০১৭-২০১৮ সালে আইপিএলে চেন্নাই নিষিদ্ধ হলে তিনি খেলেন রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে।
২০১৮ সালে চেন্নাই আইপিএলে ফিরলে আবারও দলটিতে যোগ দেন তিনি। চেন্নাইয়ের হয়ে দুইবার আইপিএলের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। আইপিএলের এবারের মেগা নিলাম থেকে তাকে ৭ কোটি রুপিতে তাকে দলে নেয় বেঙ্গালুরু।