কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা পাকাপোক্ত করার প্রথম ধাপে রাতে মাঠে নামছে পর্তুগাল। তুরস্কের বিপক্ষে প্লে অফের সেমিফাইনালে লড়বে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে দলটির বিপক্ষে মাঠে নামবে ফার্নান্দো সন্তোসের দল।
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্ৰুপে রানার্সআপ হয়ে কপাল পোড়ে পর্তুগালের। গ্ৰুপ পর্বের একেবারে শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে একটি ড্র-ই পর্তুগালকে সরাসরি এনে দিতে পারতো বিশ্বকাপের টিকেট, তবে শেষ মুহূর্তে গোল হজম করে তালগোল পাকিয়ে ফেলে রোনালদোর দল।
নিজেদের বাছাইয়ের গ্ৰুপের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে সার্বিয়া। অপরদিকে রানার্সআপ হিসেবে প্লে অফে জায়গা করে নেয় পর্তুগাল।
নিয়ম বদলে এবার ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ মাঠে গড়াচ্ছে। যেখানে চারটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এক লেগের সেমিফাইনাল ও ফাইনাল।
এবারের ড্র-তে একই পথে এনে দাঁড় করিয়েছে পর্তুগাল এবং ইতালিকে। পাথ-সি এর লড়াইয়ে পর্তুগালের সামনে পড়েছে তুরস্ক; অপরদিকে ইউরোজয়ী ইতালির প্রতিপক্ষ মেসিডোনিয়া।
নিজ নিজ ম্যাচে জিতলেই হবে না পর্তুগাল এবং ইতালির। সেমিফাইনালে জিতলে তাদের লড়তে হবে ফাইনালে, যেখানে জয় পেলেই কেবল পাওয়া যাবে কাতার বিশ্বকাপের টিকেট।