1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা খাতুন
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা খাতুন

  • সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪৪ ০ পঠিত
বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার সপ্তম বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে এবারই প্রথমবার অংশ নেয় বাংলাদেশ। বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের সালমা খাতুন।

এই দলটি নির্বাচন করেছে আইসিসির প্যানেল, যার প্রধান ছিলেন ক্রিস তেতলি। তার সঙ্গে প্যানেলে সদস্য হিসেবে ছিলেন ধারাভাষ্যকার লিসা স্টেলেকার, নাসের হোসেইন ও নাতালি গার্মানোস এবং সাংবাদিক অলোক গুপ্তা ও ক্রিস্টি হাভিল।

২০২২ ওয়ানডে বিশ্বকাপের এই মূল্যবান একাদশের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়াকে এবার শিরোপা জেতানো ম্যাগ লেনিংকে। এই একাদশে জায়গা হয়নি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের। তবে টুর্নামেন্টে ১০ উইকেট শিকার করে মূল্যবান একাদশে ঠিকই ঢুকে গেছেন বাংলাদেশের সালমা খাতুন।

একনজরে বিশ্বকাপের মূল্যবান একাদশ

১) লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)

২) অ্যালিসা হিলি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া)

৩) ম্যাগ লেনিং (অধিনায়ক) (অস্ট্রেলিয়া)

৪) রেচেল হেনেস (অস্ট্রেলিয়া)

৫) নেট স্কাইভার (ইংল্যান্ড)

৬) বেথ মুনি (অস্ট্রেলিয়া)

৭) হেইলে ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)

৮) মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা)

৯) সোফি এক্সলেসটন (ইংল্যান্ড)

১০) শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)

১১) সালমা খাতুন (বাংলাদেশ)

দ্বাদশ খেলোয়াড় : চার্লি ডিন (ইংল্যান্ড)

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports