1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
বিশ্বকাপের আগে বড় সুখবর পেল পাকিস্তান
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৫ অপরাহ্ন

বিশ্বকাপের আগে বড় সুখবর পেল পাকিস্তান

  • সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩ ০ পঠিত
পাকিস্তান

শ্রীলঙ্কার কাছে ২৩ রানের হারে এশিয়া কাপের শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। ব্যাটসম্যানদের ফর্মহীনতা আর বাজে ফিল্ডিংয়ের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির ভালো করা নিয়েও যথেষ্ট শঙ্কা আছে পাকিস্তান ভক্তদের মনে। এরই মধ্যে অবশ্য একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে।

ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে পারেননি পাকিস্তানের বোলিং বিভাগের সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদি। তার অনুপস্থিতি দল যে হাড়ে হাড়ে টের পেয়েছে, সেটি তো এশিয়া কাপের পারফরম্যান্সই বলে দিচ্ছে। আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে এই স্পিডস্টার ফিট হয়ে উঠবেন কি না তা নিয়েও ছিল শঙ্কা।

তবে সমর্থকদের সুখবর দিলেন খোদ শাহিন শাহ আফ্রিদি। আভাস দিয়ে রাখলেন বিশ্বকাপের জন্য প্রস্তুত তিনি। টুইটারে নিজের জিম করার ভিডিও পোস্ট করে আফ্রিদি লিখেছেন, অলমোস্ট দেয়ার, ইনশাআল্লাহ।

এর আগে হাঁটুর ইনজুরি সারাতে লন্ডনে গিয়েছিলেন পাক এ পেসার। বর্তমানে সেখানেই পুনর্বাসনে আছেন। ইনজুরির কারণে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও খেলা হচ্ছে না আফ্রিদির।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানাচ্ছে, আশা করা হচ্ছে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরবেন শাহিন শাহ।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports