বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করার পর এবার ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই ছুটছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে টানা ষষ্ঠ জয়ে শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে ধানমন্ডির ক্লাবটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করা শেখ জামালের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৭১ রান।
জবাবে ৪৩.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১৯৯ রান করতে পেরেছে গাজী গ্রুপ। অলরাউন্ড নৈপুণ্যে দলকে ৭২ রানের জয় এনে দিয়েছেন ভারতীয় তারকা পারভেজ রাসুল।
এ জয়ের ফলে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের আরও কাছাকাছি চলে গেলো শেখ জামাল। সুপার লিগে বাকি থাকা চার ম্যাচের মধ্যে আর তিনটি জিতলেই কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা।
এছাড়া অন্যরা হারলে দুই ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন হতে পারবে শেখ জামাল।