ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবিশ্বাস্য ফর্মে আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এনামুল হক বিজয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করার পর ডিপিএলের সব আলো কেড়ে নিয়েছেন নিজের দিকে। এবার এই উইকেটরক্ষক ওপেনিং ব্যাটারের প্রশংসা করলেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।
বিজয় চলতি ডিপিএলে নিয়ম করে প্রতি ম্যাচে রান পাচ্ছেন। তার এই অসাধারণ ফর্ম জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্যতা রাখে- এমনটি মনে করেন অনেকে। রাজ্জাকও জানালেন, ডিপিএলে ভালো করা পারফর্মারদের বিবেচনায় রাখছেন তারা।
তিনি বলেন, ‘বিজয় খুব ভালো সময় কাটাচ্ছে। এই প্রিমিয়ার লিগটায় ও আউটস্ট্যান্ডিং। প্রত্যেক খেলোয়াড়ই বিবেচনায় থাকার মত। সেই সাথে এটাও দেখতে হয় কোন জায়গায় কখন কোন খেলোয়াড়কে নিতে হবে। বা তার জায়গায় কে কে আছে, কে কে খেলছে।’
রাজ্জাক আরও বলেন, ‘আমরা চেষ্টা করব, যারা ভালো করবে তাদের সংস্পর্শে রাখার। তাতে দলের প্রয়োজন অনুযায়ী যেন যে কাউকে পাওয়া যায়।’
শুধু বিজয় কিংবা অন্য ব্যাটাররাই নন, ডিপিএলে বোলারদের পারফরম্যান্সেও বেশ খুশি রাজ্জাক। তিনি বলেন, ‘ব্যাটাররা বেশ ভালো রান করছে। বোলাররাও উইকেট পাচ্ছে।
ফাস্ট বোলাররা ম্যাচ জেতার ক্ষেত্রে ভূমিকা রাখা শুরু করেছে। স্পিনাররা তো সবসময়ই দাপট দেখিয়ে আসছে। সব মিলিয়ে মনে হচ্ছে বেশ ভালো যাচ্ছে।’
২৮ বছর বয়সী এই ব্যাটার বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট, ৩৮টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ ২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন বিজয়।
শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভরাডুবির পর দল থেকে বাদ পড়েন তিনি, আর সুযোগ পাননি।