আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির জন্যই যুক্তরাষ্ট্র থেকে ফিরে মাঠে নেমে পড়েছেন সাকিব আল হাসান। আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে
তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জ খেলছে আবাহনী লিমিটেডের বিপক্ষে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচে বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৯ রান সংগ্রহ করে আবাহনী।
১০১ বলে ৮৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া আফিফ হোসেন ৭২ বলে ৬২ রান করেন। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করে সাকিব আল হাসান। ১০ ওভার বোলিং করে ৫৩ রান খরচ করেন তিনি।
এরপর আবাহনীর দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে রয়েছে রূপগঞ্জ। প্রতিবেদন লেখার সময় লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর ২৩ ওভারে ৬ উইকেটে ১০৬ রান। চিরাগ ১৩ ও তানভির ১ রানে ব্যাট করছেন।
জয়ের জন্য ২৭ ওভারে রূপগঞ্জের আরো দরকার ১৭৪ রান, হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট। ওয়ানডাউনে নামা সাকিব আল হাসান ফিরে গেছেন ৮ বলে মাত্র ৩ রান করেই। মোসাদ্দেক হোসেন সৈকতের বলে নাঈম শেখকে ক্যাচ দিয়েছেন তিনি।