বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ভালোই টেক্কা দিচ্ছে তিউনিসিয়া। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে প্রথমার্ধের খেলায় ফরাসিদের চেয়ে বেশি ভালো খেলেছে তিউনিসিয়ান ফুটবলাররাই। ফ্রান্সের ফুটবলাররা ছিল দর্শক হয়েই। যদিও তিউনিসিয়া এখন পর্যন্ত কোনো গোল আদায় করতে পারেনি।
প্রথমার্ধ শেষে দুই দলই রয়েছে গোলশূন্য অবস্থায়। যদিও এডুকেশন সিটি সেন্টারে বল একবার জালে জড়িয়েছে তিউনিসিয়ার স্ট্রাইকার খাজরি।
খেলার ৮ম মিনিটে ফ্রান্সের বক্সের সামনে ফ্রি কিক পায় দলটি। চোহামেনির ফ্রি কিক থেকে বল জালেও জড়ায় খাজরি। তবে সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যবধানের কারণে অফসাইডের ফাঁদে গোল বাতিল হয়ে যায় তিউনিসিয়ার।
এরপরও দলটি দারুণ কিছু সুযোগ তৈরি করে। তবে জালের দেখা আর পায়নি তারা। এদিকে শেষ ষোলো নিশ্চিত হওয়ায় এই ম্যাচে দলের সেরা ফুটবলারদের মাঠেই নামায়নি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে গ্রিজম্যান এমনকি অধিনায়ক গোলরক্ষক হুগো লরিসও মাঠে নামেননি।