ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত ওয়ান্ডারার্স। তবে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই মাঠে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। আট ওভারের মধ্যেই বাংলাদেশ হারিয়েছে দলপতি তামিম ইকবাল, সাকিব আল হাসান ও লিটন দাসকে।
তামিম ইকবাল ১ রান করলেও রানের খাতা খুলতে পারেননি সাকিব আল হাসান।
আর ফর্মে থাকা লিটন দাস ফিরেছেন ১৫ রান করে। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৯ ওভারে ৩ উইকেটে ২৮ রান। মুশফিকুর রহীম ৭ ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি ১ রানে ব্যাট করছেন।
৪ বলে ১ রান করা তামিমকে ফিরিয়েছেন লুঙ্গি এনগিদি। আর ৬ বলে শূন্য রান করা সাকিব শিকার হয়েছেন কাগিসো রাবাদার। লিটনকেও সাজঘরে পাঠিয়েছেন রাবাদাই।
এর আগে, টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলপতি তামিম ইকবাল। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলছে বাংলাদেশ।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন কুইন্টন ডি কক, ওয়াইন পারনেল ও তাবরাইজ শামসি। একাদশ থেকে বাদ পড়েছেন অ্যাইডেন মার্করাম, আন্দিলে ফেলুকওয়ায়ো, মার্কো জানসেন।
সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।