1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
প্রথমে এমবাপ্পে, দ্বিতীয়তে নেইমার, তাদের পরে মেসি
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:০২ অপরাহ্ন

প্রথমে এমবাপ্পে, দ্বিতীয়তে নেইমার, তাদের পরে মেসি

  • সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫৬ ০ পঠিত
এমবাপ্পে

অবশেষে নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্ব নিরসনে সিদ্ধান্তে পৌঁছেছে পিএসজি। দুই তারকাকে নিয়ে বৈঠক শেষে কোচ ক্রিস্টোফ গালতিয়ের জানান, এবার থেকে প্যারিসিয়ানদের প্রথম পেনাল্টি নেবে এমবাপ্পে, দ্বিতীয় পেনাল্টি আসলে সেটা নেইমারের। আর তাদের পরে লিওনেল মেসি চাইলে নিতে পারেন পেনাল্টি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা শুক্রবার (১৯ আগস্ট) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

গত ১৪ আগস্ট ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে মাঠে নামে পিএসজি। সে ম্যাচে নিজেকে পুরোপুরি দল থেকে বিচ্ছিন্নই করে ফেলেছিলেন এমবাপ্পে। ম্যাচটিতে দুটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। প্রথম পেনাল্টি মিস করার পর দ্বিতীয় পেনাল্টিটি নেয়ার সুযোগ আর পাননি এমবাপ্পে। শটটি করার জন্য এগিয়ে গিয়েছিলেন নেইমার। কিন্তু এমবাপ্পে চেয়েছিলেন তিনি শটটি নেবেন। কিছু কথাকাটাকাটির পর শেষ পর্যন্ত নেইমারই নেন শট এবং গোলও পেয়ে যান। তবে এমবাপ্পের এমন আচরণ ভুলতে পারেনি কেউ।

এমন ঘটনার পরে এক ফুটবলপ্রেমী পেনাল্টি নিয়ে পিএসজির সমালোচনা করে টুইট করেছিলেন। যেখানে তিনি লেখেন, ‘এটা অফিশিয়াল, এমবাপ্পেই এখন পিএসজির হয়ে পেনাল্টি নেবেন। স্পষ্টতই এটা চুক্তির বিষয়। কারণ, বিশ্বের কোনো ক্লাবেই নেইমার পেনাল্টি নেয়ার জন্য দ্বিতীয় পছন্দ হতে পারে না।’

টুইটটি নজরে পড়েছে নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার তার ভেরিফায়েড টুইটার থেকে এই টুইটে ‘লাইক’ও দিয়েছেন, যা দুজনের সম্পর্ক আরও তিক্ত করেছে বলে গুঞ্জন রয়েছে। দুজনের তিক্ত সম্পর্ক আরও খারাপ হওয়ার আগে জরুরি বৈঠকে বসেন কোচ গালতিয়ের।

মার্কার তথ্য অনুযায়ী, পেনাল্টির সমস্যা সমাধানে ক্লাবের সিদ্ধান্ত, প্রথম পেনাল্টি নেবেন এমবাপ্পে। যদিও নেইমারকে ইউরোপ ক্লাব ফুটবলের সেরা পেনাল্টি টেকার হিসেবে বিবেচনা করা হয়। তবে তাকে যে একেবারে সুযোগ দেয়া হবে না তাও না। পিএসজি যদি এক ম্যাচে দুইবার পেনাল্টি পায়, তাহলে সেটি নেবেন ব্রাজিলিয়ান তারকা।

দুজনের পেনাল্টির দ্বন্দ্বের আগে পরে অবশ্য নেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দু’জনের দুই পেনাল্টি শেষে হয়তো সুযোগ পাবেন মেসি। কারণ তিন নম্বর পেনাল্টি কে নেবেন, সেটা নিয়েও দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। লিগ ওয়ানে পিএসজির পরবর্তী ম্যাচ আগামী ২৮ আগস্ট রাতে।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports