ইতিহাদে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
এ ম্যাচে এক পর্যায়ে ৪-২ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ৮২ মিনিটে পেনাল্টি আদায় করে ব্যবধান কমায় রিয়াল।
লস ব্লাংকোদের হয়ে যখন পেনাল্টি নিতে যান তখন গ্যালারি থেকে সিটির এক সমর্থক বেনজিমার চোখে লেজার আলো মারে।
লিগে ওসাসুনার বিপক্ষে দুটি পেনাল্টি মিস করলেও চোখে লেজার আলো মারা সাপেক্ষেও সিটির বিপক্ষে বিপদে পড়তে হয়নি বেনজিমাকে। পানেকা শটে সহজেই এদেরসনকে পরাস্ত করেন ফরাসি এই ফুটবলার।
জোড়া গোল করা বেনজিমা ম্যাচ শেষে বলেছেন, ‘আমার মাথায় সব সময় কাজ করে, আপনি যদি পেনাল্টি না নেন তবে আপনি পেনাল্টিতে ব্যর্থ হবেন না। আমার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস আছে এবং এটা আমি করি। ‘