শুরু থেকে আধিপত্য দেখালেও মায়োর্কের বিপক্ষে প্রথমে গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। তবে পিছিয়ে পড়েই জ্বলে উঠলো কার্লো আনচেলত্তির দল। করিম বেনজেমাহীন রিয়াল শেষ পর্যন্ত মায়োর্কেকে হারাল ৪-১ গোলের ব্যবধানে। এতে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে গোল পেয়েছেন ফেদেরিকো ভালভের্দের, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও আন্টোনিও রুডিগার।
সান্তিয়াগো বার্নাব্যুতে দলের সেরা স্ট্রাইকার কারিম বেনজেমাকে ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই আক্রমণ চালালেও উল্টো ৩৫তম মিনিটে গোল হজম করে বসে আনচেলত্তির দল। মুরিকির গোলে এগিয়ে যায় সফরকারী দল। প্রথমার্ধের যোগ করা সময়ে ভালভার্দের গোলে সমতায় ফেরে রিয়াল।
দ্বিতীয়ার্ধে মায়োর্কাকে কোনো সুযোগই দেয়নি মাদ্রিদ। একে একে আদায় করে নেয় তিন গোল। স্কোরশিটে ৭২ মিনিটে নাম ওঠান ভিনিসিয়াস। ৮৯ মিনিটে রদ্রিগো ও অতিরিক্ত টাইমে গোল করেন রুডিগার। ফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
পাঁচ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে রিয়াল আছে টেবিলের শীর্ষে। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চার জয় ও এক ড্র করা বার্সেলোনা।