মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে ভালো ইনিংসের দেখা পাচ্ছিলেন না ফারজানা হক পিংকি। অবশেষে পেলেন সেঞ্চুরিই। খেললেন ১২৪ রানের বড় ইনিংস। প্রথম ওভারে ব্যাটিংয়ে নেমে শেষপর্যন্ত লড়ে বিকেএসপির ২২ গজে থাকেন অপরাজিত।
পিংকি বাংলাদেশের মেয়েদের মধ্যে একমাত্র ক্রিকেটার যার ওয়ানডে ও টি-টুয়েন্টিতে হাজার রান রয়েছে। ধারাবাহিক পারফর্মার ঘরোয়া লিগেও নিজের জাত চেনালেন।
বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দলের বিপক্ষে এ ব্যাটারের ১৪১ বলে ১২৪ রানের অপরাজিত ইনিংসে রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৫৩ রান। পিংকির ইনিংসে ছিল ১৬ চার ও এক ছক্কা।
আয়শা রহমান শুকতারা ৫০ ও শরিফা খাতুন করেন ৪০ রান। রূপা আবেদীন নেন দুটি উইকেট।
বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে আনসার দল। রুপালির ব্যাংকের জয় এখন শুধু সময়ের ব্যাপার।