বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের নারী ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিল ভারত।
বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য দুই ওভার কমে ১৮ ওভারে নেমে আসে।
এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০০ রানের লক্ষ্য দিতে পারে পাকিস্তান।
আর সেই লক্ষ্য ৪০ বল এবং ৮ উইকেট হাতে রেখেই পাকিস্তানকে হেসেখেলে হারাল ভারত।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ৩২ রান করেন মুনিবা আলি। ভারতের হয়ে সমান দুটি করে উইকেট পেয়েছেন স্নেহ রানা ও রাধা দেবী। মাত্র ১৫ রান দিয়েছেন স্নেহা। তার থেকে ৩ রান বেশি দিয়েছেন রাধা।
১০০ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪২ বলে ৬৩ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন দলটির সহ-অধিনায়ক স্মৃতি।
এই জয়ে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটে গ্রুপ ‘এ’র শীর্ষে উঠেছে ভারত, তাদের পয়েন্ট ২। সমান সংখ্যক পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় যথাক্রমে গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বার্বাডোজ এবং অস্ট্রেলিয়া। আর টানা দুই হারে গ্রুপের তলানিতে রয়েছে পাকিস্তান।
আগামী ৩ আগস্ট গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান এবং বার্বাডোজের বিপক্ষে খেলবে ভারত।