চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এনামুল হক বিজয়ের ১৮৪ ও নাসির হোসেনের ঝড়ো ৬১ রানের ইনিংসে ভর করে ডিপিএলে রেকর্ড সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক। আগে ব্যাট করতে নেমে ৩৮৮ রান সংগ্রহ করেছে তারা।
এদিন বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে প্রাইম ব্যাংক। ৪৭ বলে ৪৭ রান করে শাহাদাত হোসেন দিপু ও ৪৩ বলে ৩০ রান করে ফিরেন অভিমান্যু ঈশ্বরন। এদিকে দলকে এগিয়ে নিতে থাকেন এনামুল হক বিজয়।
দ্বিতীয়বারের মত লিস্ট ‘এ’ ক্রিকেটে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে ১৪২ বলে ১৮ চার ও ৮ ছয়ে ক্যারিয়ার সেরা ১৮৪ রানে থামেন বিজয়। এরপর ২৬ বলে ৩৮ রানের ইনিংস খেলে ফিরেন মোহাম্মদ মিঠুন। শেষের দিকে ঝড় তুলেন নাসির হোসেন।
৩২ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন নাসির। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। এর ফলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৮ রান করে প্রাইম ব্যাংক।