সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর আইপিএলে মোস্তাফিজুর রহমানের নতুন দল দিল্লি ক্যাপিটালস। আসরে এখন পর্যন্ত দারুণ বল করছেন তিনি। আগের দুই ম্যাচে উইকেট না পেলেও বল হাতে দেখিয়েছেন কৃপণতা। দিল্লির হয়ে সেরা বোলিংটা তিনি করেছেন ১০ দিন আগে নিজের প্রথম ম্যাচে।
দিল্লিতে অভিষেক ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু কাজে আসেনি কাটার মাস্টারের বোলিং নৈপুণ্য। তার সেই হতাশা কিছুটা হলেও দূর করে দিয়েছেন দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং। মোস্তাফিজকে সান্ত্বনাস্বরূপ কোট পিন উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। পুরস্কার পেয়ে উজ্জীবিত ফিজ।
পন্টিংয়ের প্রথাটা ভালো লেগেছে তার। পুরস্কার প্রাপ্তির সেই উচ্ছ্বাস আজ সকালে প্রকাশ করেছেন মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের ফেসবুকে পেজে বাঁহাতি পেসার বলেছেন, ‘এটা শুধু আমার জন্য না, প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাচ হারি বা জিতি। আপনি যদি ভালো পারফর্ম করেন…। ড্রেসিংরুমে সবার সামনে ভালো ভালো কথা বা যে যেদিন ভালো করছে সেদিন তার সম্মানটা বাড়ছে। তাকে সামনে নিয়ে আসা খুবই ভালো।’
নতুন ঠিকানায় দ্রুতই মানিয়ে নিয়েছেন মোস্তাফিজ। নিজের পারফরম্যান্সেও খুশি তিনি। কিন্তু উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেন না। বরং সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ফিজ। বলেছেন, ‘ভালোর তো শেষ নেই। আমি খেলতে নামলে সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার।’ তবে মোস্তাফিজ সেরাটা দিলেও দলের জয়ের জন্য তাকিয়ে থাকতে হয় অন্যদের দিকেও।
আইপিএল এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছেন মোস্তাফিজ। তার দল দিল্লি চতুর্থ ম্যাচে এসে পেয়েছে দ্বিতীয় জয়। দলের এই পথচলায় খুশি তিনি। ফিজ দাবি করলেন, তাদের দলটায় যথেষ্ঠ ভারসাম্য আছে। বাংলাদেশি তারকা বলেছেন, ‘আমরা দুই ম্যাচ হেরেছি, দুই ম্যাচ জিতেছি। ব্যাটিং কিংবা বোলিং, আমাদের দলে ভালো ভালো খেলোয়াড় আছেন। দলটা খুব ভারসম্যপূর্ণ।’
নতুন ঠিকানায় মোস্তাফিজ পেয়েছেন পুরনো দুই ডেভিড ওয়ার্নার ও চেতন সাকারিয়াকে। যা দিল্লির ড্রেসিংরুমের সঙ্গে খাপ খাওয়াতে অনেকটাই সুবিধা করে দিয়েছে তাকে।
পুরনো বন্ধুদের নিয়ে মোস্তাফিজ বলেছেন, ‘এখানে অনেকের সঙ্গে আমি কমবেশি খেলেছি। এক সঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল এমন। আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা।’
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। স্বাভাবিকভাবেই বাংলাদেশি ভক্তরা চোখ রাখছেন ফিজের দল দিল্লি ক্যাপিটালসের দিকে। তাদের কাছে দোয়া চাইলেন বাঁহাতি পেসার। বলেছেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো ভালো খেলা উপহার দিতে পারি।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকুন। আমরা যেন ভালো খেলা উপহার দিতে পারি।’ মোস্তাফিজ এবং দিল্লি ক্যাপিটালস ভালো করুক, এমনটা প্রত্যাশা বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদেরও।