ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ব্যাটিং ঝড়ে যেমন এগিয়ে গেছে তার ক্যারিয়ার ।
তেমনি সেই ঝড়ে বেড়েছে তার ভক্ত অনুরাগীর সংখ্যা । অফ-লাইনে তার ফ্যান ফলোয়ার হিসাব না করা গেলেও অলাইন বলছে ক্রিকেট বিশ্বে বিরাটই এগিয়ে সবার থেকে।
প্রথম ভারতীয় হিসাবে ২০ কোটি ফলোয়ারের মালিক এই সাবেক ভারতীয় অধিনায়ক ।
ক্রিকেট বিশ্বেও তিনিই এখন শীর্ষে। আর ক্রীড়া বিশ্বে রোনাল্ডো এবং মেসির পরেই বিরাট।বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে তাঁর স্থান তৃতীয়।
প্রথম দু’টি স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তাঁদের অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) এবং ৩৩.৩ কোটি (৩৩৩ মিলিয়ন)।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিরাটকে এখন ফলো করছেন ২০ কোটি মানুষ।
বিরাট কোহলিই প্রথম ভারতীয় যার ইনস্টাগ্রামে ২০ কোটি অনুসারী। ছাপিয়ে গেলেন দেশের সব ক্ষেত্রের সব খ্যাতনামীদের। এমন নজির গড়ে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন এ ক্রিকেটার।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্ত, অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিরাট। লিখেছেন, ‘২০০ মিলিয়নের শক্তি। ইনস্টায় আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’