দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে বাংলাদেশের এটিই প্রথম জয়।
তাই সব জায়গায় প্রশংসার জোয়ারে ভাসছে টাইগাররা। আর এই জয়ের ফলে যেমন সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ তেমনি আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে মূল্যবান ১০ পয়েন্ট যোগ হয়েছে।
বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ২০ মার্চ জোহানেসবার্গে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। উইনিং কম্বিনেশন ভাঙ্গবে না বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।