1. [email protected] : Nirob Ahmed : Nirob Ahmed
  2. [email protected] : Nur Mohammad : Nur Mohammad
দেখে নেওয়া যাক এশিয়া কাপের দলগুলো
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:২৫ অপরাহ্ন

দেখে নেওয়া যাক এশিয়া কাপের দলগুলো

  • সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৮৮ ০ পঠিত
আগামী

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের মূল পর্ব। তার আগে রয়েছে চার দলের কোয়ালিফাইং রাউন্ড। এরই মধ্যে মূল পর্বে অংশ নেওয়া সবগুলো দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে।

‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফাইং রাউন্ড থেকে আসা একটি দল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

দেখে নেওয়া যাক মূল পর্বের দলগুলোর স্কোয়াড :

গ্রুপ ‘এ’

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীপক হুডা, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আভেশ খান।

স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, আক্সার প্যাটেল, দীপক চাহার।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

কোয়ালিফায়ার : গ্রুপ ‘এ’-এর চূড়ান্ত দল এখনও নির্ধারণ করা হয়নি

গ্রুপ ‘বি’

আফগানিস্তান : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আজমাতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকী, হাশমতুল্লাহ শাহিদি, হযরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নবীন উল হক, নুর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি।

স্ট্যান্ডবাই: নিজাত মাসুদ, কায়েস আহমেদ, শরফুদ্দিন আশরাফ।

বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা : দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থেকশানা, জেফরি ভান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, চামিকা করুণারত্নে, দিশান মাধুশাঙ্কা, মাথেশা পাথিরানা, নুওয়ানিদু ফার্নান্দো, দুশমন্থা চামিরা, দিনেশ চান্দিমাল।

এখান থেকে শেয়ার করে ছড়িয়ে দিন

এই জাতীয় আরে খবর
© All rights reserved © 2021 @CTnews Sports
Design CTnews Sports