বার্সেলোনার হয়ে এক ম্যাচে ৫ গোল আছে তাঁর। ২০১১-১২ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লেভারকুসেনের বিপক্ষে ৭-১ গোলে জিতেছিল বার্সা।
ক্যাম্প ন্যু-তে সেদিন একাই ৫ গোল করেছিলেন লিওনেল মেসি।
তবে আর্জেন্টিনার জার্সিতে এর আগে কখনো এক ম্যাচে ৩ গোলের বেশি করতে পারেননি মেসি।
ওসাসুনার আল সদর স্টেডিয়ামে রোববার এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের গল্পটা অবশ্য সেই মেসিরই নিজেকে ছাড়িয়ে যাওয়ার।
শুধু হ্যাটট্রিক নয়, এবার গুনে গুনে এস্তোনিয়ার জালে একাই ৫ গোল দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচটাও আর্জেন্টিনা জিতল ৫-০ গোলেই। শুধু গ্যালারির দর্শকেরা নন, এস্তোনিয়ার খেলোয়াড়েরাও যেন মুগ্ধ হয়ে দেখলেন মেসি-জাদু।
যারা এই ম্যাচটা দেখতে পারেননি, তারা এক নজরে দেখে নিতে পারেন মেসির ৫টা গোল…
GOAL MESSI GIVES ARGENTINA THE LEAD ??pic.twitter.com/BFiiqPptW9
— TM (@TotalLeoMessi) June 5, 2022